দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা সাড়ে ৫ হাজারে দাঁড়াল।
শুক্রবার এ সংখ্যাটি ছিল চার হাজার ৪৭৭।
২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ২০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন এক হাজার ৪৫৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৭.২৭ জনের বেশি সুস্থ হয়ে উঠছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই লাখ ৯১ হাজার ৩৬৫ জন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৭৭ হাজার ৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৫ ও নারী ৮ জন। এ নিয়ে ৪ হাজার ২৩৭ জন পুরুষের মৃত্যু হয়েছে।
করোনায় মোট নারী মৃত্যুর সংখ্যা এক হাজার ২৬৩ জন। মৃতের সংখ্যার শতাংশ হিসেবে পুরুষ ৭০.০৮ ও নারী ২২.৯৬।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন দুই জন। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন ও ষাটোর্ধ্ব রয়েছেন ১৬ জন।
সবচেয়ে বেশি ১৯ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে চার জন মারা গেছেন। তারা সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে শনাক্তের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৫তম। মৃত্যুর দিক থেকে ২৯তম।