কুমিল্লার বরুড়া উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান সেলিমের নির্বাচনী অফিসে হামলা হয়েছে।
সেলিমের অভিযোগ, শুক্রবার রাতে আওয়ামী লীগ প্রার্থী আবদুল করিমের লোকেরা তাকে হত্যা করতেই এ হামলা চালায় । এতে ১০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
তবে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল করিম তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
আগামী ২০ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনে সেলিম আনারস প্রতীকে লড়ছেন।
নিউজবাংলাকে তিনি বলেন, 'নৌকার প্রার্থী আবদুল করিমের লোকেরা আমার নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে। এতে আমার ১০ নেতাকর্মী আহত হন। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
'আমাকে প্রাণে মেরে ফেলার জন্যই এ হামলা। এ বিষয়ে আমরা ডিসি অফিস ও নির্বাচন অফিসে অভিযোগ করেছি।'
নৌকার প্রার্থী করিম বলেন, 'স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান সেলিমের অন্য কারও সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।'
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিত বড়ুয়া জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।