পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসছে আজ। মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর বসবে নতুন স্প্যানটি। এতে সেতুর মূল অবকাঠামোর ৪ হাজার ৮০০ মিটার দৃশ্যমান হবে।
৩১তম স্প্যান বসানোর ১২১ দিন পর ৩২তম স্প্যানটি বসতে যাচ্ছে।
সেতুর পাঁচটি স্প্যান আগস্ট-সেপ্টেম্বর মাসে বসানোর কথা ছিল। তবে ওই সময় মাওয়া প্রান্তের মূল পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় একটি স্প্যানও বসেনি।
এখন পদ্মায় পানি কমার পাশাপাশি স্রোতের তীব্রতা স্বাভাবিক গতিতে ফিরেছে। ফলে পদ্মা সেতুর নির্মাণ কাজেও গতি এসেছে।
স্প্যানটি মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেনে তোলা হচ্ছে। শনিবার দুপুরের পর এটি বসানো হবে।
পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ডিসেম্বরে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে সেতুটির কাঠামো। ২০২১ সালে সেতুটি খুলে দেয়া হতে পারে।