যশোরে বাসে নারীকে দলগত ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ ওই নারীকে (২৫) উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বাসটি জব্দ করা হয়েছে।
নির্যাতিত নারী জানান, তার বাবার বাড়ি মাগুরায়। প্রায় এক বছর আগে রাজশাহীর একটি ক্লিনিকে আয়ার চাকরি পাওয়ার পর থেকে রাজশাহীতে থাকেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার বাড়ি যাওয়ার জন্য রাজশাহী থেকে এমকে পরিবহনের একটি বাসে ওঠেন। তবে ঘুমিয়ে পড়ায় তিনি গন্তব্যস্থলে নামতে পারেননি। পরে কয়েকজন যুবকের ধস্তাধস্তিতে ঘুম ভাঙে। যুবকেরা তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওই নারীর।
ধর্ষণে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান শুক্রবার দুপুরে জানান, শহরের মনিহার বাসটার্মিনাল এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে তারা ওই নারীকে সেখান থেকে উদ্ধার করেন। এ ঘটনায় সন্দেহভাজন ৬ জনকে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক জাহিদ হাসান হিমেল জানান, ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এর প্রতিবেদন পাওয়ার পরই বলা যাবে কী ঘটেছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।