রাজধানীর উপকণ্ঠ সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
শুক্রবার সকাল ১০টা ১৩ মিনিটে স্মৃতিসৌধের শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর শহিদদের সমাধি ও স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেন।
ওই সময় বীরপ্রতীক অবসরপ্রাপ্ত কর্নেল সাজ্জাদ জাহির জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে তাকে ব্রিফ করেন।
সাড়ে ১০টায় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন হাইকমিশনার।
বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জগদীপ সিং চিমা, নৌ উপদেষ্টা ক্যাপ্টেন জয়ন্ত মাহাদিক ও স্কোয়াড্রন লিডার তিষার মোহন সেখানে উপস্থিত ছিলেন।
দোরাইস্বামী ১১টা ১০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ছাড়েন।
নিরাপত্তাজনিত কারণে সেখানে সাংবাদিকসহ বাইরের কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি।