নিখোঁজের দুইদিন পর গাইবান্ধায় মাসুদ মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সদর উপজেলার কুমারপাড়া গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মাসুদ সদর উপজেলার কুমারপাড়া বাজার সংলগ্ন সাহার পাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার নিউজবাংলাকে জানান, বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মাসুদ। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
সকালে কুমারপাড়া বাজারের পেছনের একটি পুকুরে মাসুদের ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
তিনি জানান, মাসুদকে হত্যার পর পুকুরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যা না কি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।