রাজধানীর উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার রোস্তমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আশুলিয়া থানার ডিউটি অফিসার জসিম উদ্দিন নিউজবাংলাকে বিষয়টি জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানাননি তিনি।
পুলিশের ভাষ্য, মিরপুরের বাসিন্দা ওই নারীর সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্ক হয় এক যুবকের। আশুলিয়ার রোস্তমপুরের যুবক গত ২৪ সেপ্টেম্বর ওই নারীকে নিজ এলাকায় ডেকে নেন। পরে যুবকসহ সাতজন তাকে ধর্ষণ করে।
পুলিশ আরও জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। বাকি দুইজনকেও আটকের চেষ্টা চলছে।
এ বিষয়ে জানতে অভিযান পরিচালনাকারী আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদকে মুঠোফোনে কল করে পাওয়া যায়নি।
এর আগে ৩০ আগস্ট আশুলিয়ার ভাদাইলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় এক কিশোরী। সে ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তৎপর হয় পুলিশ।
কিশোরীর বড় বোন ১৫ জনকে আসামি করে মামলা করেন। সে ঘটনায় গ্রেফতার তিন আসামির মধ্যে দুজন বৃহস্পতিবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের কারাগারে পাঠায় আদালত।