তিন ধাপে আগামী ৫০ বছরে বাংলাদেশকে জাপানের মতো ভূমিকম্প সহনীয় দেশে পরিণত করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
এনামুর রহমান বলেন, ‘ভূমিকম্প সহনীয় দেশ গঠনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে। জাপানের সহায়তায় তিন ধাপে ৫০ বছরে এই কাজ করা হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সম্ভাব্য ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। কিন্তু ভূমিকম্প নিয়ে আমরা খুব বেশি কাজ করতে পারিনি।
মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা, ভূমিকম্প পরবর্তীতে উদ্ধার কাজ নিয়ে আমরা আলোচনা-সেমিনার করেছি। ভূমিকম্প সহনীয় দেশ গঠন করতে আমরা এতদিন কোনো পদক্ষেপ নিতে পারিনি।’
এনামুর রহমান বলেন, ‘বাংলাদেশের সব স্থাপনা ভূমিকম্প সহনীয় করতে আর্থিক এবং কারিগরি সহায়তা দেবে জাপান। আমরা সে কাজটি শুরু করেছি। কাজটি শুরু করে দিতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভূমিকম্প সহনীয় নিরাপদ রাষ্ট্র পাবে।’
‘প্রথম ধাপে পুরান ঢাকার মতো দেশের যেসব জায়গায় অবকাঠামো আছে সেগুলোকে ডিমোলিশ করা হবে। সেখানে নতুন ডিজাইন করে ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ করে উপকারভোগীদের বরাদ্দ দেয়া হবে।’
তিনি বলেন, ‘দ্বিতীয় ধাপে হাইরাইজ ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে, এগুলো ভূমিকম্প সহনীয় না হলে রেক্টোফিটিংয়ের মাধ্যমে স্ট্রেনদেনিং করা হবে। যেটা জাপান করেছে।
‘তৃতীয় ধাপে জাপান সরকার ইঞ্জিনিয়ার এবং আর্কিটেকদের প্রশিক্ষণ দেবেন, যাতে ১০ রিখটার স্কেলকে ল্যান্ডমার্ক ধরে নতুন যে ভবন হবে সেগুলো ডিজাইন করা হবে’ বলেন ত্রাণ প্রতিমন্ত্রী।
ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগে উদ্ধারকাজের জন্য দুই হাজার কোটি টাকার যন্ত্রপাতি কেনা হবে বলেও জানান তিনি।