অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বৃহস্পতিবার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়।
আমিন উদ্দিন ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হন। তিনি ২০১৯-২০২০ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তার আগে তিনি সমিতির সাধারণ সম্পাদকও নির্বাচিত হন। সভাপতি পদে এবার পুনর্নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন আমিন উদ্দিন।
নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর নিউজবাংলাকে তিনি বলেন, ‘আমি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের রেখে যাওয়া কাজ অব্যাহত রাখব ‘
আমিন উদ্দিন বলেন, ‘নতুন নিয়োগের বিষয়টি টিভিতে দেখেছি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রতি আস্থা রাখায়।’
দীর্ঘ প্রায় ১২ বছর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনকারী মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর মারা গেলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদটি শূন্য হয়।
জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলমও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।