আরবি পড়ানোর সময় একা পেয়ে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে সিলেটে একটি মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার রিয়াজ উদ্দিন কানাইঘাট মনোহরটুক জামে মসজিদে ইমামতি করেন।
বৃহস্পতিবার বেলা একটার দিকে নিজ বাড়ি থেকে ধরা হয় রিয়াজকে।
পুলিশ জানায়, রিয়াজ ওই কিশোরীর বাড়িতে গিয়ে আরবি পড়াতেন। গত ৩ অক্টোবর তিনি তাকে নিপীড়ন করেন। মেয়েটির চিৎকারে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এই ঘটনায় ভুক্তভোগীর চাচা ওই ইমামের বিরুদ্ধে কানাইঘাট থানায় অভিযোগ করেন। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যৌন নিপীড়নের অভিযোগে কানাইঘাট উপজেলায় এক ইমামকে করা হয়েছে। তাকে থানায় রাখা হয়েছে।’
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, ‘আমরা ওই মেয়ের বক্তব্য নিয়েছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’