নারীর প্রতি সহিংসতা রোধে শুক্রবার মহাসমাবেশের ডাক দিয়েছে বাম সংগঠনগুলো৷ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছে বাম দলগুলো।
ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদি হাসান নোভেল বলেন, ‘আমরা শুক্রবার মহাসমাবেশের ডাক দিয়েছি। আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। সন্ধ্যায় আলোক প্রজ্বালন করা হবে। দাবি না মানা পর্যন্ত আমরা পেছাব না।‘
সরকারকে ৭২ ঘণ্টার সময় দিয়ে আন্দোলন শিথিল করেছে উত্তরার বিক্ষোভকারীরা৷ আয়োজকদের একজন লাবিব বলেন, ‘দাবি মানা না হলে রোববার থেকে আবারো অবরোধে নামা হবে।‘
অন্যদিকে ধানমন্ডি, মিরপুর এলাকায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখে বৃহস্পতিবারও বিক্ষোভ মিছিল করেছে।
হলিক্রস কলেজের শিক্ষার্থী সাদিয়া বলেন, ` আইনমন্ত্রী বলেছেন ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে। সর্বোচ্চ শাস্তি না, শাস্তি একটাই মৃত্যুদণ্ড।‘
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী আরিফ খন্দকার বলেন, `আন্দোলন শিথিল করা মানেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তাই আমরা আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি।'