সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে এবার অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী খোকন কুমার দত্ত জানান, বৃহস্পতিবার সকালে সাইফুরকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ধর্ষণের ঘটনার দিন সাইফুরের ঘর থেকে একটি বিদেশি পিস্তল, চারটি রামদা, দুইটি লোহার পাইপ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট এমসি কলেজের হোস্টেলে এক নারী ধর্ষণের শিকার হন। ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত কয়েকজন এ ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠে। পরে ছয় জনকে আসামি করে শাহপরান থানায় মামলা করা হয়। মামলার সব আসামি এখন কারাগারে। সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।