লুকাস ব্যাটারির কাছে চাঁদা দাবি করার অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জিএম) অবসরপ্রাপ্ত মেজর একেএম নিয়ামুল হক।
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে বৃহস্পতিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
গত ২ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি টকশোতে দেলোয়ার হোসেন নামে অবসরপ্রাপ্ত এক মেজর বলেন, লুকাস ব্যাটারির কাছ থেকে ৫৫০ কোটি টাকা চাঁদাবাজি করার চেষ্টা হয়েছে।
ভার্চুয়াল সেই টকশোতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ড. কনক সরোয়ার ও ইলিয়াস হোসেন।
ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে মেজর নিয়ামুল বলেন, ‘এ ধরনের বক্তব্যের কারণে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা খুবই অনাকাঙ্ক্ষিত।‘
এ ধরনের ‘মিথ্যা’ ও ‘বানোয়াট’ বক্তব্য এড়িয়ে চলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।