নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোরে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। এজাহারে বলা হয়েছে, ওই নারীর সঙ্গে আব্দুল কুদ্দুসের প্রেমের সম্পর্ক ছিল। পরে কৌশলে ধর্ষণ করা হয় তাকে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল জানান, আব্দুল কুদ্দুস রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।