খালে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে পাড়ে উঁচু বেড়া বসাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার হাজারীবাগের ২২ নম্বর ওয়ার্ডের কালুনগর খালের আবর্জনা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করে এ কথা জানান মেয়র শেখ ফজলে নূর তাপস।
খালে ময়লা আবর্জনা ফেলার ঘটনায় হতাশা জানান মেয়র। বলেন, 'জনগণ যাতে খালের দুই পাশ থেকে খালের মধ্যে ময়লা ফেলতে না পারে, সেজন্য খালের দুই পাশে উঁচু করে ফেন্সিং করতে হবে। আর জনগণকেও আমি অনুরোধ করব, খালে কোনো ময়লা ফেলবেন না।’
মেয়রের পরিদর্শনের সময় বক্স কালভার্টের ভেতর দিয়ে পানি প্রবাহের জন্য তিন ফুট ব্যাসার্ধের পাইপটি পুরোপুরি আটকে থাকতে দেখা যায়। সে ময়লা পরিষ্কারের নির্দেশ দিয়ে প্রয়োজনে বড় আকারের পাইপ ব্যবহারের নির্দেশ দেন মেয়র।
তাপস বলেন, খালের বক্স কালভার্ট অংশে পানি প্রবাহ তৈরি করতে পারলে এই অঞ্চলের জলাবদ্ধতা লাঘব হবে। মশার প্রজননস্থলও ধ্বংস হবে।
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বদরুল আমিন আশা করেন, সব আবর্জনা পরিষ্কার করে শিগগিরই তারা খালে পানি প্রবাহ সৃষ্টি করতে পারবেন।
খালটি এতদিন ঢাকা ওয়াসা দেখভাল করলেও এখন দক্ষিণ সিটি করপোরেশন করবে।
১০টি খাল ও জলাশয় নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি প্রকল্প গ্রহণ করেছে।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বদরুল আমিন, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা এ সময় উপস্থিত ছিলেন।