ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন।
বুধবার বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মো. আবদুল্লাহ, আশরাফুল ইসলাম ও আল আমিন।
আহত কয়েকজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ঢাকা থেকে হবিগঞ্জগামী দিগন্ত এক্সপ্রেস পরিবহনের চালক ওই এলাকায় নিয়ন্ত্রণ হারায়। খাদে পড়ার সময় বাসটি একটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যান মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম ও বাস যাত্রী মো. আবদুল্লাহ। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার সময় মৃত্যু হয় আরও একজনের।
পুলিশ ও সরাইল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতহতদের উদ্ধার করে।
নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।