বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধর্ষণের প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

  • রাফসান জানি, ঢাকা   
  • ৭ অক্টোবর, ২০২০ ১৭:৩৬

বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের’ব্যানারে অবস্থান করছেন তারা।

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার দ্রুত বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের’ব্যানারে অবস্থান করছেন তারা।

ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ ও দ্রুত সময়ের মধ্যে বিচারের রায় কার্যকর- এই দুই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন তারা।

কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা হলেন কবি জসীম উদ্দীন হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ইমাম হাসান, বিজয় একাত্তর হলের শিক্ষার্থী শাকিবুল ইসলাম ও লিমন শিকদার, সূর্য সেন হলের শিক্ষার্থী হাবিবুর রহমান কাঞ্চন, এসএম হলের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থী মেহেদি হাসান ও সোয়েব আহাম্মেদ সজিব।

ইমাম হাসান বলেন, ‘দেশে একের পর এক ধর্ষণ ঘটেই চলেছে ৷ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সিলেটের এমসি কলেজে ও নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনা আমাদের ব্যথিত করেছে।’ 

তিনি বলেন, ‘ধর্ষকদের দ্রুত বিচার করা ছাড়া এ ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব হবে না। এ জন্য  বিদ্যমান আইনের সংশোধন জরুরি।’ 

এদিকে ধর্ষণের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কয়েকটি বাম সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অবস্থান করছেন। 

এ বিভাগের আরো খবর