কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি; বাকি দুজন রোহিঙ্গা।
নিহত বাংলাদেশিরা হলেন গাড়ি চালক নুরুল হুদা ও হেলপার আবুল বশর। তাদের বাড়ি টেকনাফের হ্নীলা এলাকায়।
মঙ্গলবার সন্ধ্যায় তাদের গাড়িতে করে রোহিঙ্গা সন্ত্রাসী হিসাবে পরিচিত মুন্না তার পরিবার নিয়ে পালানোর সময় প্রতিপক্ষরা হামলা চালায়।
এসময় মুন্নার ছোট ভাই মৌলভী মাহমুদ উল্লাহ ও গিয়াস উদ্দিন নিহত হন। হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মো. আলী হতাহতদের পরিচয় নিশ্চিত করেছেন।
এপিবিএন-১৬ এর কমান্ডিং অফিসার হেদায়েতুল ইসলাম নিউজবাংলাকে জানান, গেল এক সপ্তাহ ধরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ লেগে আছে। আধিপত্য বিস্তার নিয়ে হামলায় প্রাণ গেছে ৮ জনের। আহত হয়েছেন অন্তত ছয় জন।
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষে চার জন নিহত হন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম চার জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মধ্যে এক জনকে গলা কেটে ও তিন জনকে গুলি করে হত্যা করা হয়৷ এ ঘটনায় এক আনসার সদস্য আহত হন৷
তিনি আরো জানান, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।