আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশব্যাপী ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার করছে সরকার। এ নিয়ে প্রতিবাদের দরকার নেই।
মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভার শুরুতে তিনি এ কথা বলেন।
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে। মঙ্গলবারও রাজধানীর শাহবাগসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়।
ওবায়দুল বলেন, ‘সবাইকে বলব ধৈর্য ধরতে; প্রতিবাদ করার দরকার নেই। সরকার বিচার করছে। ঘটনায় জড়িত কাউকে রেহাই দিচ্ছে না।’
তিনি বলেন, ধর্ষণ ও হত্যায় জড়িত অপরাধীকে কখনও নূন্যতম ছাড় দেয়নি সরকার। ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করলে বিচার বাধাগ্রস্ত হতে পারে।
সরকারি দলে থেকে যারা অপরাধ করেছে, তাদেরও বিচারের আওতায় আনা হচ্ছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আপনারা শুধু বলুন কোথায় কী অপরাধ হয়েছে। সরকার অবশ্যই তদন্ত করে বের করবে।’