সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বৃদ্ধকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ এসেছে। উপজেলার পাইলগাও ইউনিয়নের গুতগাও গ্রামের শামীমের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃদ্ধ আনোয়ার আলীর মেয়ে বিভিন্ন বাসায় গৃহ পরিচারিকার কাজ করেন। সম্প্রতি তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাজনগর গ্রামে এক ব্যক্তির বাড়িতে গৃহ পরিচারিকার কাজ নেন।
৩০ সেপ্টেম্বর শামীম তাকে তুলে নিয়ে গেছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। এ খবর জানতে পেরে সোমবার রাতে আনোয়ার আলী শামীমকে মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করেন।
তখন শামীম আনোয়ার আলীকে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করেন। এ সময় শামীমের সঙ্গে আরও কয়েকজন ছিল।
সোমবার রাতে ফেসবুকে বৃদ্ধকে পেটানোর বর্ণনার ভিডিও প্রকাশ করা হয়। এটি নজরে এলে পুলিশ জগন্নাথপুর থেকে সন্দেহভাজন চারজনকে আটক করে। তবে মূল হোতা শামীমকে এখনো পাওয়া যায়নি।
এদিকে মঙ্গলবার সকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ এলাকা থেকে আনোয়ার আলীর নিখোঁজ হওয়া মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, তরুণী নিখোঁজ হননি, তিনি বিয়ে করে নবীগঞ্জ চলে গিয়েছিলেন।