ঢাকায় নিযুক্ত ভরতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশে এসেছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে সোমবার সকাল ১০টায় বাংলাদেশে পৌঁছান তিনি।
বাংলাদেশের নতুন নিযুক্ত হাইকমিশনার দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে নতুন ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান ও আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী প্রমুখ।
চেকপোস্টে প্রবেশ করে বিক্রম দোরাইস্বামী সাংবাদিকদের ভারত-বাংলাদেশের গভীর সম্পর্কের কথা তুলে ধরেন।
তিনি বলেন, 'বাংলাদেশ ভারতের সবেচেয়ে কাছের বন্ধু। এই বন্ধুত্বপূর্ণ সর্ম্পক ধরে রাখার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। বাংলাদেশের মানুষের প্রত্যাশা সম্পর্কে জেনে দুদেশের প্রধানমন্ত্রীকে সেটি জানাব।'
দোরাইস্বামী আরো বলেন, 'বাংলাদেশের সঙ্গে বন্ধুসুলভ কাজের মাধ্যমে সম্পর্ককে আরো কীভাবে ঘনিষ্ট করা যায় সে কাজ করব। বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে কথা বলার পরই বাকি সব কিছু বলবো। এখন কিছু বলা অনুচিত হবে।'