বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিষয়ে যুক্তিতর্ক শুরু হয়েছে।
সোমবার বরগুনা শিশু আদালতে প্রথম দিনের যুক্তিতর্ক হয়।
বিচারক মো. হাফিজুর রহমানের আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল তার যুক্তিতর্ক উপস্থাপন করেন।
এ সময় জামিনে থাকা আট আসামি চন্দন, মারুফ মল্লিক, মারুফ, প্রিন্স, নিয়ামত, রাতুল, শ্রাবন ও নাজমুল হাসান এবং কারাবন্দি আসামি রিসান, রিফাত হাওলাদার, রায়হান, অলিউল্লাহ ও নাঈম আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাত আসামির দেয়া জবানবন্দি পর্যালোচনা করে হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণের চেষ্টা করেন।
যুক্তিতর্ক উপস্থাপনের পর মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আদালতের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে হাসপাতালে মারা যান তিনি।
এ ঘটনায় রিফাতের বাবা ১২ জনের নামে হত্যা মামলা করেন। মামলায় রিফাতের স্ত্রী মিন্নিকে প্রধান সাক্ষী রাখা হয়। তবে তদন্তে তারও সম্পৃক্ততা পায় পুলিশ।
১ সেপ্টেম্বর মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগপত্র দেয় পুলিশ। প্রাপ্তবয়স্ক ১০ ও কিশোর ১৪ জনের আলাদা বিচার শুরু হয়।
৩০ সেপ্টেম্বর মামলাটির প্রাপ্তবয়স্ক আসামিদের রায় ঘোষণা করা হয়। রায়ে নিহত রিফাতের স্ত্রী মিন্নিসহ ছয়জন আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করে আদালত। বেকসুর খালাস দেয়া হয় চার জনকে।