গো-খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগে দিনাজপুর সদর উপজেলায় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। ধ্বংস করা হয়েছে পাঁচ হাজার কেজি ভেজাল গো-খাদ্য।
সোমবার বিকাল সাড়ে পাঁচটায় দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর কসবা এলাকায় মেসার্স আসলাম চারকলে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিমও এ সময় উপস্থিত ছিলেন।
মমতাজ বেগম জানান, আউলিয়াপুর কসবা এলাকায় চারকল বানানোর কারখানায় দীর্ঘদিন ধরে গো-খাদ্যের সঙ্গে মাটি মিশিয়ে বাজারজাত করে আসছে। গোপন সংবাদে খবর পেয়ে তারা এই অভিযানে আসেন।
এ সময় কারখানাতে ৫০ কেজি ওজনের ১০০ বস্তা ভেজাল গো খাদ্য উদ্ধার করা হয় আর মিলের মালিক আসলাম হোসেনকে জরিমানা করা হয়।