হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন দুই আসামি।
সোমবার দুপুরে হবিগঞ্জ মুখ্য বিচারিক হাকিম সুলতান উদ্দিন প্রধানের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) চম্পক ধাম জানান, আসামিরা ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
জবানবন্দিতে আসামিরা বলেছেন, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন তারা।
চুনারুঘাট উপজেলায় শুক্রবার রাতের এ ঘটনায় মামলা করেন এক ভুক্তভোগী। পরে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
তারা হলেন উপজেলার জিগদর গ্রামের শাকিল মিয়া (২১) ও হারুণ মিয়া (২৫)।
আরেক আসামিকে ধরতে অভিযান চলছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক ধাম।