বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সৌদিগামী বিমানের আসন বিন্যাসে শিথিলতা বেবিচকের

  • রহমান মাসুদ, ঢাকা   
  • ৫ অক্টোবর, ২০২০ ১৩:০৬

করোনাভাইরাসের কারণে আটকে পড়া সৌদি প্রবাসীদের টিকিট সংকট নিরসনে রোববার বেবিচক এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।

সৌদি আরবগামী বিমানের আসন বিন্যাস শিথিল করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

করোনাভাইরাসের কারণে আটকে পড়া সৌদি প্রবাসীদের টিকিট সংকট নিরসনে রোববার বেবিচক এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ সোমবার এ খবর জানান।

নিউজবাংলাকে তিনি বলেন, উড়োজাহাজে আসন সংখ্যা বেশি থাকলেও কোভিড-১৯ এর কারণে ঢাকা থেকে সৌদি আরবগামী উড়োজাহাজের ক্ষেত্রে প্রশস্ত উড়োজাহাজে ২৬০ জন এবং অপ্রশস্ত উড়োজাহাজে ১৪০ জন যাত্রী পরিবহন করার বাধ্যবাধকতা ছিল।

তিনি জানান, সৌদি আরবগামী যাত্রীদের ঢাকা থেকে দ্রুত যাওয়ার স্বার্থে বেবিচকের পরিপত্রে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এ নিয়ম শিথিল করেছে।

তানভীর আহমেদ বলেন, ‘এখন সৌদি আরবগামী ফ্লাইটে ইকোনমি ক্লাসের শেষ সারি ও বিজনেস ক্লাসের একটি আসন ছাড়া সব আসনে যাত্রী পরিবহন করা যাবে।’

‘আশা করা যাচ্ছে, এতে সৌদি আরবগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে আসন বাড়বে। ফলে সে দেশে ফেরত যাওয়ার অনুমতি পাওয়া যাত্রীদের পরিবহনে অনিশ্চয়তা অনেকাংশেই দূর হয়েছে।’

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পুরাতন টিকিটধারী যাত্রীদের ধারাবাহিকভাবে কোনোরকম চার্জ ছাড়াই আসন বরাদ্দ দিচ্ছে। যাত্রী ছাড়া অন্য কাউকে এয়ারলাইন্স অফিসে না যাওয়ার জন্যও অনুরোধ জানিয়েছে।

এ বিভাগের আরো খবর