সাবেক ফারমার্স ব্যাংকের ২৯ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৮২০ টাকা আত্মসাতের মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা সামছুল আলম রোববার বিশেষ জজ আদালতে অভিযোগপত্র দেন। অভিযুক্তদের মধ্যে আছেন ফারমার্স ব্যাংকের সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতী, তার ছেলে রাশেদুল হক এবং ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও চৌধুরী মোশতাক আহমেদ।
এছাড়া, এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (মেসার্স লায়লা বনস্পতি লিমিটেড) এর ব্যবস্থাপনা পরিচালক সাহাবুদ্দীন আলম, তার স্ত্রী ইয়াসমিন আলম, ফারমার্স ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও পরে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এ কে এম শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ, স্থানান্তর, মানিলন্ডারিংসহ কয়েকটি অভিযোগ এনেছে দুদক। অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা বলেছেন, অভিযুক্তদের ফারমার্স ব্যাংকে কোনো অ্যাকাউন্ট বা হিসাব নম্বর ছিল না। পরস্পরের যোগসাজসে তারা হিসাব না খুলেই ব্যাংকে ঋণের আবেদন করেন।
পরে সেসব তথ্য গোপন করে ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং সাবেক অডিট কমিটির চেয়ারম্যানের মাধ্যমে ঋণ মঞ্জুর হলে অভিযুক্তদের নামে নতুন হিসাব খোলা হয়। সেই হিসাবে ঋণের টাকা স্থানান্তরও হয়। সেই টাকা আর ফেরত আসেনি।
দুর্নীতি দমন কমিশন ২০১৮ সালে ২৮ অক্টোবর গুলশান থানায় অভিযুক্তদের নামে মামলা করে।