রাজশাহীর পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুপাতো ভাই রিমনের মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনার আটদিন পর শনিবার ভোরে মহানগরীর নবগঙ্গায় নৌকাডুবির ঘটনাস্থলেই তাদের মরদেহ ভেসে ওঠে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস।
সাদিয়া ইসলাম সূচনা ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। তিনি ঢাকার ধানমণ্ডিতে থাকতেন।
আর অষ্টম শ্রেণির ছাত্র রিমনের বাড়ি নওগাঁয়। দু্ইজনই রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা এলাকায় আত্মীয় জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে যান।
ফায়ার সার্ভিসের রাজশাহীর উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, মরদেহ দুটি কোন কিছুর নিচে চাপা পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। তা না হলে ডুবে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ভেসে ওঠার কথা।
গত ২৫ সেপ্টেম্বর বিকালে রাজশাহী নগরীর নবগঙ্গা এলাকায় মাঝিসহ ১৩ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয়রা মাঝিসহ ১১ জনকে উদ্ধার করলেও ভাইবোন নিখোঁজ ছিল।
দুই দিন উদ্ধার তৎপরতা চালিয়ে অভিযান শেষ করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ফায়ার সার্ভিস চলে গেলও হাল ছাড়েননি স্বজনেরা। তারা নিখোঁজদের সন্ধান করছিলেন।