নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
এক ভিডিওবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আশা করি নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম দেশের সম্ভাবনা ও এগিয়ে যাওয়ার গল্প নিয়ে সবসময় হাজির হবে। বিপদগ্রস্ত ও অসহায় মানুষের পাশে সবসময় নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম থাকবে।‘
তিনি নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের সাফল্য কামনা করেন।
পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, ‘ইতিমধ্যে দেশে অনেক অনলাইন নিউজ মিডিয়া কাজ করছে। কিন্তু আমি আশা করি নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম খুব দ্রুত এদের মধ্যে আলাদা অবস্থান করে নেবে।‘
তিনি আরো বলেন, ‘দেশের সফলতার গল্প শুধু বিদেশী গণমাধ্যমের কাছেই আমরা শুনতে পাই। কিন্তু দেশের গণমাধ্যম শুধু ব্যর্থতার কথা বলে।‘ তিনি আশা প্রকাশ করেন নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম দেশের সম্ভাবনা ও উন্নয়নের কথা দেশের মানুষের কাছে তুলে ধরবে।