প্রায় এক মাস চিকিৎসা নিয়ে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ছেড়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম।
বৃহস্পতিবার দুপুরে ওয়াহিদাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় বলে জানান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও নিউরোসায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক জাহেদ হোসেন।
পরবর্তী চিকিৎসার জন্য সাবেক ইউএনওকে মিরপুরে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) নেওয়া হয়েছে।
ডা. জাহেদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ওয়াহিদার অস্ত্রোপচার শতভাগ সফল হয়েছে। তার শারীরিক পরিস্থিতি এখন ভালো; শক্তি ফিরে এসেছে। সামান্য চিকিৎসা বাকি আছে। সেজন্য সিআরপিতে রেফার করেছি।’
গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
গুরুতর আহত অবস্থায় ওয়াহিদা ও তার বাবাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পরে ইউএনওকে ঢাকায় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে আনা হয়। তার বাবা ওমর আলী শেখ হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপন জারি করে ওয়াহিদা খানমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে বদলি করা হয়।