সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে ছাতক উপজেলা নোয়ারাই এলাকা থেকে আটক করা হয় সাইফুরকে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার এসআই হাবিবুর রহমান।
সাইফুল ক্ষমতাসীন দল সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। তার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার চান্দাই পাড়া গ্রামে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ধরা হয়েছে আলোচিত এই মামলার প্রধান আসামিকে। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।