বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৈশ প্রহরীকে হত্যা করে ব্যাংক লুটের চেষ্টা

  • মাজহারুল করিম অভি, ব্রাহ্মণবাড়িয়া   
  • ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০৮:৪৯

কার্যালয়ের উত্তর দিকের জানালার গ্রিল কাটা দেখা যায়। বেশ কয়েকটি ড্রয়ার তছনছ অবস্থায় ছিল। দুর্বৃত্তরা ভোল্ট ভাঙার চেষ্টা করেন বলেও নিশ্চিত করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) কার্যালয় থেকে নৈশপ্রহরী রাজেশ বিশ্বাসের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ব্যাংকের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। এসময় কার্যালয়ের উত্তর দিকের জানালার গ্রিল কাটা দেখা যায়। বেশ কয়েকটি ড্রয়ার তছনছ অবস্থায় ছিল। দুর্বৃত্তরা ভোল্ট ভাঙার চেষ্টা করেন বলেও নিশ্চিত করেছে পুলিশ।

উপজেলার শরীয়নতগরে একটি দ্বিতল ভবনের দ্বিতয় তলায় বিডিবিএল আশুগঞ্জ শাখা ব্যাংকের অবস্থান। নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকে প্রহরীর দায়িত্বে ছিলেন রাজেশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) এক কর্মকর্তা ব্যাংকে যান। কিন্তু রাজেশের সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে ভেতর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।  

এ ঘটনায় ব্যাংকের দুই নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এখনও মামলা করেনি ব্যাংক কর্তৃপক্ষ।

নিহত রাজেশ সিলেটের জকিগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের খিরোদ বিশ্বাসের ছেলে। তার মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢোকে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংকের সিসিটিভির ফুটেজ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কেউ সম্পৃক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে

এ বিভাগের আরো খবর