বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে শহরের উকিল পাড়ায় ঢাকাগামী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা। তিনি জানান, লোকাল ট্রেনটি সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে লাইনচ্যুত হয় বগি। তবে এ দুর্ঘটনায় কেউ আহত হননি।
ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন এ পথে চলাচলকারীরা। তাদের অভিযোগ, সংস্কার না করায় রেল পথের বিভিন্ন স্থান থেকে স্লিপার সরে গেছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
দুপুরে লাইনচ্যুত বগি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী ট্রেন। বিকাল ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার আশা করছে কর্তৃপক্ষ।
এর আগে বৃহস্পতিবার একই রুটে ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে প্রায় ১৩ ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে।
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন ১৬ জোড়া ট্রেন চলাচল করে।