সাভারে নীলা রায় হত্যা মামলায় অভিযুক্ত মিজানুর রহমানের মা-বাবাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মানিকগঞ্জ সদরের চারিগ্রাম থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক আব্দুর রহমান ও নাজমুন নাহার সিদ্দিকাকে ধরতে মানিকগঞ্জে অভিযান চালানো হয়।
শুক্রবার দুপুরে আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে সাত দিনের রিমান্ড চেয়ে তাদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ।
গেল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মিজানের সহযোগী সেলিম পালোয়ানকে আটক করে পুলিশ। পরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে দুদিনের রিমান্ডে নেয়া হয়।
মূল অভিযুক্ত মিজানকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
গেল রোববার শ্বাসকষ্ট হলে নীলাকে হাসপাতালে নেয় তার ছোট ভাই অলক রায়। ফেরার পথে অলককে ভয়ভীতি দেখিয়ে পাঠিয়ে দেন মিজান। পরে পালপাড়ার বাড়িতে নিয়ে নীলাকে ছুরিকাঘাত করেন মিজান। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে মারা যায় নীলা।
এ ঘটনায় মিজান, তার মা-বাবাসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন নিহতের বাবা নারায়ণ রায়।