নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের কার্যালয় পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। এ সময়ে তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, সংবাদ মাধ্যমটির প্রকাশক চৌধুরী নাফিজ সরাফাত ও স্ট্র্যাটেজিক হোল্ডিংসের নির্বাহী চেয়ারম্যান শাহনুল হাসান খান।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভেনিউয়ের র্যাংগস আর এল স্কয়ারের ১৩ তলায় নিউজবাংলা কার্যালয় ঘুরে দেখেন আইজিপি।
পুলিশ প্রধানকে বিভিন্ন বিভাগ ঘুরে দেখান নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক চৌধুরী নাফিজ সরাফাত এবং হেড অফ নিউজ সঞ্জয় দে। বিভিন্ন বিভাগের প্রধানেরা প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা আইজিপিকে জানান। নিউজবাংলার সব কর্মীকে শুভেচ্ছা জানান আইজিপি। পেশাদার সাংবাদিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিগগিরই পাঠকপ্রিয়তার শীর্ষে পৌঁছাবে বলে আশাপ্রকাশ করেন তিনি। নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম কার্যালয় পরিদর্শনে আইজিপি
নতুন সংবাদ অনলাইন সংবাদ মাধ্যমটি দেশের সংস্কৃতি, মূল্যবোধকে তুলে ধরায় জোর দেবে বলেও আশা জানান পুলিশ প্রধান। তিনি বলেন, ‘আমাদের দেশের সাফল্য বিদেশি সংবাদ মাধ্যম তুলে ধরে। কিন্তু দেশের সংবাদ মাধ্যমে সেভাবে গুরুত্ব পায় না। আমরা এমন একটি সংবাদ মাধ্যম আশা করি, যেটি দেশের সাফল্য তুলে ধরবে।‘
টেক্সটভিত্তিক অনলাইন প্রতিবেদনের পাশাপাশি অডিও-ভিডিও সংবাদ ও লাইভ উপস্থাপনা নিয়ে শিগগিরই পাঠক-দর্শকের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হচ্ছে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম।