মাদক বিক্রিতে জড়িতদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাভারের এক সাংবাদিক।
আশুলিয়া থানায় বুধবার সন্ধ্যায় জিডি করেন সাংবাদিক মোজাফ্ফর হোসেন জয়।
এতে অভিযোগ করা হয়, পরিবহনে চাঁদাবাজি ও মাদকের বিস্তার নিয়ে সম্প্রতি প্রতিবেদন করেন জয়। এর জেরে বুধবার বিকালে তাকে সরাসরি বোমা মেরে ও গুলি করে হত্যার হুমকি দেন মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত মো. মানিক।
জিডির বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ পরিদর্শক ইকবাল হোসেন। তিনি জানান, অভিযোগ খতিয়ে দেখে পুলিশ ব্যবস্থা নেবে।
ঘটনার পর থেকে হুমকিদাতা মানিক পলাতক। এদিকে, সাংবাদিককে হুমকির নিন্দা জানিয়েছেন সাভার নাগরিক কমিটির সভাপতি সালাউদ্দিন খান নঈমসহ সুশীল সমাজের নেতারা। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তারা।