বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আটক সন্ধ্যায়, মধ্যরাতে মুক্ত নুর

  • নিউজবাংলা প্রতিবেদক   
  • ২২ সেপ্টেম্বর, ২০২০ ১২:০৫

রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে আটকের কয়েক ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরকে ছেড়ে দিয়েছে পুলিশ।

ধর্ষণে সহযোগিতার মামলার প্রতিবাদ করতে গেলে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সোমবার সন্ধ্যায় নুরসহ সাতজনকে আটক করে পুলিশ। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার ওয়ালিদ হোসেন জানান, রাত একটার দিকে নুরকে ছেড়ে দেওয়া হয়েছে। 

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইয়ামিন মোল্লা জানান, ছাড়া পাওয়ার পর গলায় মালা দিয়ে নুরকে বরণ করে নেন তারা। 

গত রোববার রাতে ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে লালবাগ থানায় ধর্ষণ মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এতে নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়।

এ ঘটনার প্রতিবাদে নুর ও তার সহযোগীরা সোমবার সন্ধ্যায় শাহবাগ থেকে মিছিল নিয়ে রাজধানীর মৎস্য ভবনের দিকে যাচ্ছিলেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। 

পরে কাজে বাধা দেওয়ার অভিযোগে মৎস্য ভবন এলাকা থেকে নুর ও তার সহযোগীদের আটক করে পুলিশ।

এক ঘণ্টা পর নুরসহ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে স্বাস্থ্য পরীক্ষায় কারো কোনো সমস্যা পাওয়া যায়নি। 

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন মোহাম্মদ আলাউদ্দিন জানান, নুরের বুক, কোমরসহ কয়েক জায়গায় এক্সরে করা হয়ে। রিপোর্ট ভালো আসে। তাই তাদের ভর্তি রাখার দরকার মনে করেননি তারা।

রাত ১১ টার পর হাসপাতাল থেকে আবার ডিবি কার্যালয়ে নেয়া হয় নুরদের। মধ্যরাতে সেখান থেকে বেরিয়ে নুর জানান, তাকে মুচলেকা নিয়ে ছাড়া হয়েছে।

নুর বলেন, 'আমরা বুঝলাম না, আমাদের ওপর কেন আক্রমণ করা হলো, কেন গ্রেপ্তার করা হলো, আবার কেনইবা ছেড়ে দেওয়া হলো।'

'রাষ্ট্রযন্ত্রের কারও সাথে কারও মিল নাই। একজন মারে-ধরে, আরেকজন ছেড়ে দেয়। আমি আগেও বলেছি এ দেশে বিচার নাই, আইনের শাসন নাই, গণতন্ত্র নাই।'

এ বিভাগের আরো খবর