বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাটার পরও তিনবার অবৈধ গ্যাস সংযোগ

  • ইমতিয়াজ উল ইসলাম, সাভার   
  • ৯ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৪৯

রাজধানীর উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় একই এলাকায় চতুর্থবারের মতো অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার জহরচান্দা গ্রামে অভিযানটি চালায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সাভার আঞ্চলিক কার্যালয়। 

তিতাস কর্তৃপক্ষ ওই গ্রামের অবৈধ গ্যাস সংযোগগুলো মাটি খুঁড়ে তুলে ফেলে। তবে অভিযানের খবর পেয়ে অধিকাংশ বাসার বাসিন্দারা গ্যাসের চুলা ও রাইজার সরিয়ে ফেলায় সেগুলো জব্দ করতে পারেননি অভিযান পরিচালনকারী কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, সরকার গ্যাস সংযোগ বৈধ করে দিলে তারা অবৈধ পন্থায় হাঁটতেন না। ভাড়াটিয়াদের চাহিদা পূরণ করতে গিয়ে তারা অবৈধ সংযোগ নিতে বাধ্য হচ্ছেন।  

এ বিষয়ে সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাত মো. সায়েম বলেন, ওই এলাকায় এর আগে তিনবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও স্থানীয়রা রাতের আঁধারে ঝুঁকিপূর্ণ সংযোগ নিচ্ছেন।

তিনি বলেন, নিম্নমানের ফিটিংস ব্যবহার করে নেওয়া এসব সংযোগ থেকে ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা রয়েছে। তাই এলাকাবাসীকে অবৈধ গ্যাস সংযোগ নেয়া থেকে বিরত থাকার অনুরোধ করছেন তারা।

এ বিভাগের আরো খবর