নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় গ্যাস লিকেজ খুঁজতে তৃতীয় দিনের মতো মাটি খুঁড়ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার সকাল ৮টা থেকে মসজিদের আশপাশে খোঁড়াখুঁড়ি শুরু করেন শ্রমিকরা।
এরই মধ্যে প্রায় চার ফুট গভীরে একটি সংযোগ লাইন পুরোপুরি উন্মুক্ত হয়েছে। এছড়া প্রধান লাইনের মূল সংযোগটিও খুঁজে পাওয়া গেছে। মঙ্গলবার মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুরসহ আরও ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে তিতাসের তদন্ত কমিটি। এসময় লাইন মেরামতে সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ চাওয়ার বিষয়ে তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়।
এদিকে, ফতুল্লায় বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার জায়েদুল আলম। তবে ওই প্রতিবেদনে কী বলা হয়েছে তা পরিষ্কার করেননি তিনি।
মঙ্গলবার এসপি জানান, ‘পুলিশের করা মামলায় সন্দেহভাজনদের নজরদারিতে রাখা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে’।
জেলা প্রশাসের তদন্ত কমিটি মঙ্গলবার আরও ২৫ জনের স্বাক্ষ্যগ্রহণ করেছে। কমিটির প্রধান খাদিজা তাহেরা ববি জানান, বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হবে।
এর আগে সংবাদ সম্মেলন করে নিহতদের স্বজনরা ক্ষতিপূরণ দাবি করেন। তারা বলেন, যারা অসহায় আছেন তাদের যেন সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়।
শুক্রবার এশার নামাজের সময় মসজিদে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৮ জন মারা গেছেন। এরই মধ্যে দায়িত্ব অবহেলার অভিযোগে তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার তদন্তে চারটি কমিটি গঠন করা হয়েছে।