হজযাত্রীদের জন্য অভ্যন্তরীণ ও বহির্মুখী বিমান ভাড়ার ওপর আবগারি শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ ছাড়া যাত্রী নিরাপত্তা ফি, এম্বারকেশন ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে।
এনবিআর সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর চার হাজার টাকা আবগারি শুল্ক দেয়ার বিধান ছিল। হজযাত্রীদের জন্য এটি মওকুফ করা হলো।
সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার হজ প্যাকেজ ঘোষণা করেছে যা আগের বছরের খরচের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
সরকার গত ৩০ অক্টোবর আগামী বছরের জন্য দুটি পৃথক সাশ্রয়ী হজ প্যাকেজ ঘোষণা করে। স্ট্যান্ডার্ড হজ প্যাকেজ-১-এর মূল্য নির্ধারণ করা হয়েছে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং স্ট্যান্ডার্ড হজ প্যাকেজ-২ বাবদ পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এর ফলে প্রত্যেক হজযাত্রী যথাক্রমে এক লাখ নয় হাজার ১৪৮ টাকা এবং ১১ হাজার ৭১০ টাকা সাশ্রয় করতে পারবেন।
এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।