বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হজ্ব ভিসায় মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে নয়: সৌদি আরব

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ মে, ২০২৪ ১৭:২২

সৌদি আরবের হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে হজ্ব ভিসায় সৌদি আরবে যাওয়া যাত্রীরা কেবল পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা পালনের অনুমতি পাবেন। জেদ্দা, মদিনা ও মক্কা শহরের বাইরে এই ভিসা বৈধ হবে না। কাজের জন্য কিংবা দেশটিতে বসবাসের জন্য এই ভিসা কাজ করবে না।

চলতি ২০২৪ সালে হজ্ব ভিসায় সৌদি আরবে গমনকারীরা কেবল পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা পালনের অনুমতি পাবেন। সেক্ষেত্রে নির্দিষ্ট তিনটি শহরের বাইরে ভ্রমণ করা যাবে না।

হজ্ব ভিসা দেয়ার ক্ষেত্রে নতুন এই বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি সরকার। তাতে উল্লেখ করা হয়েছে- হজ্ব ভিসা কেবল জেদ্দা, মদিনা ও মক্কা ভ্রমণের অনুমতি দেবে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে ২০২৪ সালে হজ্ব ভিসায় সৌদি আরবে যাওয়া যাত্রীরা কেবল পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা পালনের অনুমতি পাবেন।

হজ্ব ভিসা কেবল জেদ্দা, মদিনা ও মক্কা শহরের মধ্যে ভ্রমণের অনুমতি দেবে। নির্ধারিত এই তিন শহরের বাইরে এই ভিসা বৈধ হবে না। কাজের জন্য কিংবা দেশটিতে বসবাসের জন্য এই ভিসা কাজ করবে না। শুধুমাত্র হজ্ব মওসুমের জন্যই এটা বৈধ হবে।

হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া ভবিষ্যতে হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গমনের ক্ষেত্রে তিনি সম্ভাব্য নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন।

এ বিভাগের আরো খবর