বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেত্রকোনায় ৩ দিনব্যাপী নারী ইজতেমা সমাপ্ত

  • প্রতিনিধি, নেত্রকোনা   
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ২২:৩৫

শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ইজতেমা শুরু হয়। ইজতেমায় মুসলিম উম্মাহর ঐক্য, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন নারী ইজতেমার মুরব্বি জেসমিন আক্তার।

নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নন্দীপুর গ্রামে তিন দিনব্যাপী নারী ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয়।

ইজতেমায় মুসলিম উম্মাহর ঐক্য, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন নারী ইজতেমার মুরব্বি জেসমিন আক্তার।

এর আগে শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ইজতেমা শুরু হয়।

ইজতেমায় আম বয়ান করেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নূর নাহার বেগম, ব্রাহ্মণবাড়িয়ার পারভীন আক্তার, নেত্রকোনা সদর উপজেলার মদনপুর গ্রামের হাসফুন্নাহার বেগম, সাতপাইয়ের মোছা. পারভীন আক্তার, অনন্তপুর গ্রামের মনোয়ারা বেগম, তিয়শ্রী গ্রামের খাদিজা আক্তার, আটপাড়া উপজেলার জেসমিন আক্তার, সামছুন্নাহার বেগম ও ঘাগড়া গ্রামের মোছা. কালার মা ওরফে তাহমিনা ভিরমুরী।

জানা গেছে, নন্দীপুর গ্রামের তাবলীগ জামাতকর্মী ইসমত আলী প্রতি বছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ দিতেন। তাছাড়া নিয়মিত এলাকাবাসীকে ধর্মীয় বিষয়ে উপদেশ-পরামর্শ দিতেন তিনি। তারই পরামর্শে তার স্ত্রী তারাবানু ৪১ বছর আগে নিজ গ্রামের নারীদের নিয়ে নারী ইজতেমা শুরু করেন। দিনে দিনে তা বিস্তৃতি লাভ করে।

তারাবানুর মৃত্যুর পর তার ছেলে আলী উছমান জাকারিয়া নিজ উদ্যোগে প্রতি বছর এ ইজতেমার আয়োজন করে যাচ্ছেন। এতে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর, জামালপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ নারীরা যোগদান করেন।

এ বিভাগের আরো খবর