চারদিকে সবুজ পাহাড় আর পাহাড়। উঁচু-নিচু টিলার সমাহার। সবুজের নান্দনিকতা, বিস্তীর্ণ পাহাড় ও বনাঞ্চল পরিবেষ্টিত নদী, ঝর্ণা ও দুটি পাতা একটি কুঁড়ির প্রাচুর্যে ভরপুর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ। কমলগঞ্জে নতুনভাবে যুক্ত হওয়া দৃষ্টিনন্দন বামবুতল লেকটি ভ্রমণপিপাসু পর্যটকদের আকৃষ্ট করছে।
কমলগঞ্জের অপরূপা এই লেকটি এখন বিনোদনের স্থান। বছরের যেকোনো সময়ে আনন্দ ভ্রমণ, পিকনিক বা বেড়ানোর জন্য বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে যে কেউ আসতে পারেন বামবুতল লেকে।
এখনও দেশের অনেকের কাছেই অচেনা-অজানা এ বামবুতল লেকটি। পাহাড়ের বুকের ভেতর নিজের অস্তিত্ব নিয়ে মানুষের মধ্যে প্রকৃতির সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে এটি। এখানে এলে দেখতে পাবেন সবুজের সমারোহ। পলকেই আপনার মনকে চাঙ্গা করে তুলবে এই প্রকৃতি। আপনি বিমোহিত হয়ে মিলিয়ে যাবেন প্রকৃতির অপার সৌন্দর্যে। লেকের পানি, সুনীল আকাশ আর শ্যামল সবুজ পাহাড়, ছবির মতো চা বাগানের এই মনোরম দৃশ্য আপনাকে নিয়ে যাবে স্বপ্নের জগতে। চারদিকে পাহাড়-টিলার মাঝখানে অবস্থিত লেকটি সত্যি অপূর্ব। প্রতিদিনই ভ্রমণপিপাসু পর্যটকরা আসছেন বামবুতল লেকে।
কমলগঞ্জে পাহাড়-টিলার মাঝখানে অবস্থিত বামবুতল লেক। ছবি: নিউজবাংলা
স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক আব্দুল বাছিত খান বলেন, ‘আসলেই সৌন্দর্যের ভাণ্ডার নিয়ে যেন দাঁড়িয়ে আছে এই লেকটি। চারিদিকে সবুজের সমারোহ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ।’
তিনি আরও বলেন, ‘প্রথম কেউ এখানে আসলে আর পরে আসতে না করবে না। এটি আসলেই দৃষ্টিনন্দন একটা লেক, পর্যটনের অপার সম্ভাবনা এই বামবুতল লেকটি। শুধু বৈদেশিক আয়ই নয়, কমলগঞ্জকে তুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক মিরতিংগা চা বাগানের স্টাফ (টিলা বাবু) বলেন, ‘দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াচ্ছে কমলগঞ্জের বিভিন্ন লেক। তার সঙ্গে কমলগঞ্জের মনোরম পরিবেশে নয়নাভিরাম সৌন্দর্য নিয়ে বামবুতল লেক একটি নতুন মাত্রা যোগ করেছে।’
রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য ধনা বাউরী বলেন, ‘চা বাগান দেখতে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ কমলগঞ্জে আসছেন। তার মধ্যে চা বাগানের ভেতরে বামবুতল লেকটি পর্যটকদের আকৃষ্ট করছে। পর্যটনের অপার সম্ভাবনা এই লেকটি। কমলগঞ্জকে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এ পর্যটনের জায়গাটির দিকে নজর দিচ্ছে না। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে লেকটিকে আকর্ষণীয়ভাবে সংস্কার করা ও পর্যটকদের জন্য আরও উপযোগী করে গড়ে তোলা সম্ভব।’
কীভাবে যাবেন
দেশের যেকোনো প্রান্ত থেকে বাস, ট্রেনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ ভানুগাছ ও শমসেরনগর রেলওয়ে স্টেশনে এসে সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় কমলগঞ্জ উপজেলার পাশেই রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের বামবুতল লেকে আসতে পারেন।