টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সাইটশৈলা গ্রামে শুক্রবার (৩ নভেম্বর) ইসলামী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি ফিরোজ আহমেদ সিদ্দিকী। বাংলাদেশ ও ভারতের আলোড়ন সৃষ্টিকারী এই মোফাচ্ছেরে কোরআন মাহফিলে মূল্যবান বয়ান পেশ করেন।
ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করেন কালিহাতী উপজেলার সয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মো. আবু জাফর খান।
উদীয়মাণ তরুণ বক্তা হিসেবে জ্ঞানগর্ভ বক্তব্য দেন ঢাকা থেকে আগত মোফাচ্ছেরে কোরআন হাফেজ মাওলানা মুফতি যোবায়ের আহম্মেদ।
এছাড়াও স্থানীয় অন্যান্য ওলামায়ে কেরাম ওয়াজ ফরমান।
বার্ষিক ওয়াজ মাহফিলের এই আয়োজনে হিফ্য করা তিন শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে দেয়া হয়। ছবি: নিউজবাংলা
সাইটশৈলা খানপাড়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত এই বার্ষিক ওয়াজ মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি হাজির থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের জ্ঞানগর্ভ বয়ান শোনেন।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফার্স্টসিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড টাঙ্গাইল শাখার এভিপি অ্যান্ড ম্যানেজার এইচ. এম সুলতান মাহমুদ।
সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. মাহবুব-উল-আলম খান।
মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই বার্ষিক ওয়াজ মাহফিল বিকেল ৩টায় মাহফিল শুরু হয়ে শেষ হয় রাত পৌনে ১টায়।
মাদরাসার বার্ষিক এই আয়োজনে হিফ্য করা তিন শিক্ষার্থীকে বরকতি পাগড়ি পরিয়ে দেয়া হয়। এছাড়া মাদরাসার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।