বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমারী পূজায় ভক্ত-অনুসারীর ভিড়

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২২ অক্টোবর, ২০২৩ ১৭:১৯

কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা। এর মাধ্যমে নারীদের প্রতি সম্মান জানানো হয় বলে জানান ভক্তরা।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন আজ রোববার। এ দিনের বিশেষ আকর্ষণ ছিল কুমারী পূজা।

রাজধানীতে ভক্ত ও অনুসারীদের আগমনে সকাল থেকেই মুখরিত ছিল মন্দির-মণ্ডপ।

রামকৃষ্ণ মিশনে বেলা ১১টায় কুমারী পূজা শুরু হয়। অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস উপকরণে দেয়া হয় কুমারী মায়ের পূজা। চলে প্রায় ৪০ মিনিট ধরে।

কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা। এর মাধ্যমে নারীদের প্রতি সম্মান জানানো হয় বলে জানান ভক্তরা।

পূজার কার্যক্রম শেষে কুমারী মায়ের নাম জানান রামকৃষ্ণ মিশন ও মঠের অধ্যক্ষ স্বামী পূ্র্ণাত্মানন্দ মহারাজ। এ বছর কুমারী মা হয়েছেন শতাক্ষী গোস্বামী। রাজধানীর নবেল স্কুল অ্যান্ড কলেজে প্লে গ্রুপের এই শিক্ষার্থীর জন্ম ২০১৮ সালে।

কুমারী পূজা দেখতে সকাল থেকেই রামকৃষ্ণ মিশন ও মঠে ভিড় করেন হাজার হাজার পুণ্যার্থী। এ নিয়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

পুরাণমতে, মহাস্নান শেষে অষ্টমী পূজা করা হয়। মহাঅষ্টমীর সবচেয়ে শ্রেষ্ঠ আকর্ষণ হলো কুমারী পূজা। যেখানে একজন কুমারীকে দেবী দুর্গারূপে আরাধনা করা হয়। যেসব বালিকা বয়ঃসন্ধিতে পৌঁছায়নি এদিন সকালে তাদের দেবীরূপে পূজা করা হয়।

মঙ্গলবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের পূজা। দুর্গাপূজার এ উৎসবে প্রতি বছরই থাকে নানা আয়োজন।

এ বিভাগের আরো খবর