বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘দুর্গাপূজার মতো বর্ণিল উৎসব দ্বিতীয়টি নেই’

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২০ অক্টোবর, ২০২৩ ১৫:০২

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ যতো উন্নত হবে, উৎসবের মাত্রাও ততো বাড়বে। শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে। এটাই আমাদের প্রত্যাশা।’

‘বছর ঘুরে আসা দুর্গোৎসবের জন্য অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করি। কারণ বাংলাদেশে এমন বর্ণিল উৎসব আর দ্বিতীয়টি নেই। শুধু ধর্মীয় নয়, সর্বজনীন উৎসব হয়ে গেছে এই দুর্গাপূজা।’

শুক্রবার সকালে রাজধানীর পুরান ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে এসে এসব কথা বলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্গাপূজার জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধর খ্রীষ্টান- সব ধর্ম-বর্ণের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকে। আমরা শহর অঞ্চলের মানুষ এতো ব্যস্ততার মধ্যেও মণ্ডপে এসে দুর্গোৎসব দেখি।

খালিদ মাহমুদ বলেন, ‘এখন তো মহালয়ার সময় থেকেই দুর্গাপূজা উদযাপন শুরু হয়। আগে তেমনটা ছিল না। এর কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি আগের জায়গায় নেই। আমরা অতি দারিদ্র্য জয় করেছি। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের হয়ে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যতো উন্নত হবে, উৎসবের মাত্রাও ততো বাড়বে। শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে। এটাই আমাদের প্রত্যাশা।’

এ বিভাগের আরো খবর