বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘স্মার্ট বাংলাদেশ’ থিমে রোবটিক দুর্গা প্রতিমা

  •    
  • ১৫ অক্টোবর, ২০২৩ ২০:৫২

দুর্গোৎসবে প্রতিমা তৈরিতে এবার ব্যতিক্রমী চিন্তা-ভাবনার প্রতিফলন ঘটানো হয়েছে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) ভেতরের পূজা মন্দিরে। এখানে মণ্ডপে তৈরি করা হয়েছে রোবটিক প্রতিমা। ‘স্মার্ট বাংলাদেশ, লাভ ফর ন্যাচার’ স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে পূজা মণ্ডপ ও প্রতিমা।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। শনিবার শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে এই শারদীয় উৎসব। প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে অনেক আগেই। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এপার ও ওপার বাংলায় বড় বড় দুর্গা মন্দির ও এসব মন্দিরের মণ্ডপগুলোতে দুর্গা প্রতিমা তৈরি হয় বিভিন্ন থিমে নানা আদলে। তবে এবারের দুর্গোৎসবে প্রতিমা তৈরিতে ব্যতিক্রমী চিন্তা-ভাবনার প্রতিফলন ঘটানো হয়েছে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) ভেতরের পূজা মন্দিরে। এখানে মণ্ডপে তৈরি করা হয়েছে রোবটিক প্রতিমা।

সনাতন সমাজ কল্যাণ সংঘের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ, লাভ ফর ন্যাচার’ স্লোগানকে সামনে রেখে পূজা মণ্ডপ ও প্রতিমা সাজানো হয়েছে।

রোববার এই পূজা মণ্ডপ ঘুরে দেখা যায়, প্রতিমা রংকরণের কাজ শেষ পর্যায়ে। চলছে সাজসজ্জার কাজ। এছাড়া মন্দির তৈরি ও এর সাজসজ্জায় আনা হয়েছে গ্রামীণ পরিবেশের আদল। পুরো পূজা মণ্ডপ পরিবেশবান্ধব করে তৈরি করা হয়েছে বলে দাবি করেন মন্দির কর্তৃপক্ষ।

এদিকে মন্দির তৈরির শেষ দিকের কাজও শেষ করে আনার পথে। মন্দির সাজাতে ব্যবহার করা হয়েছে বাঁশ ও শীতল পাটি। চলছে গেট ও লাইটিংয়ের কাজ।

এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে রোবটিক দুর্গা প্রতিমা। মহিষাসুর বধের সচল চিত্র তুলে ধরা হবে এই প্রতিমার মধ্য দিয়ে। ইতোমধ্যে মহালয়ার মধ্য দিয়ে মা দুর্গাকে আমন্ত্রণ জানিয়েছে এই মন্দির কর্তৃপক্ষ।

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ভেতরে মন্দিরে চলছে সাজসজ্জার কাজ। ছবি: নিউজবাংলা

রোবটিক দুর্গা থিমের চিন্তা ও তৈরির বিষয়ে জানতে চাওয়া হয় সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ’র কাছে।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমাদের সংঘের একটি প্রযুক্তিগত টিম আছে। সে সঙ্গে আমার ছেলে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফাইনাল ইয়ারে পড়ে। ওর একটা টিম আছে। সবাই মিলে এটা তৈরি করেছে। বরাবরই আমাদের এই টিম নতুন নতুন প্রযুক্তিগত দিক নিয়েই মন্দির সাজিয়ে এসেছে। পূজা শুরুর ৬ মাস আগে থেকেই তারা এটা নিয়ে কাজ করে থাকে।

রোবটিক থিমের দৃশ্যে কী থাকছে জানতে চাইলে এই কৃষিবিদ বলেন, ‘মহিষাসুর বধের দৃশ্যটাকে আমরা কিছু সচলরূপে তুলে ধরতে যাচ্ছি। পড়ে শেখার থেকে দেখে শিখলে হৃদয়ে ধারণ হয় বেশি। সেই চিন্তা থেকে চাক্ষুস দেখানোর জন্য এবার আমরা রোবটিক সিস্টেমের আয়োজন করেছি।’

প্রতিমায় শেষ তুলি আঁচড়ের অপেক্ষা। ছবি: নিউজবাংলা

সমীর চন্দ বলেন, “মা দুর্গা যখন ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করবেন, তখন মহিষাসুর তীব্র যন্ত্রণায় মা দুর্গার কাছে দুই হাত তুলে ক্ষমা চাইবে। তখন মা দুর্গা তার মুখ দিয়ে বলবেন, ‘যুগে যুগে আসুরিক শক্তি দমনে আমার এই জগতে আগমন।’ সঙ্গে ব্যকগ্রাউন্ড মিউজিক থাকবে।

“সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যারা বিত্তবান তারা আগে দুর্গা পূজায় কোলকাতায় চলে যেতেন। এখন সনাতন সমাজ কল্যাণ সংঘের আয়োজনে এই শারদীয় দুর্গা পূজার উৎসব কোলকাতার আদলে ভালো পূজা হয় বলে তারা আর আগের মতো কোলকাতায় যান না।”

এমনকি কোলকাতার সম্ভ্রান্ত হিন্দুরা এখন পূজা করতে ঢাকায় আসেন বলে দাবি করেন কৃষিবিদ সমীর চন্দ।

তিনি বলেন, সমাজে আসুরিক শক্তি প্রকট আকার ধারণ করলে যুগে যুগে মা দুর্গার এই ধরায় আবির্ভাব হয়েছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে দেশীয় ও আন্তর্জাতিক আসুরিক শক্তির প্রভাব জনগণ অনুভব করছে। মা দুর্গা এই আসুরিক শক্তিকে বিনাশ করে বাংলাদেশের মানুষের বুকে শান্তি দিয়ে যাবেন এমনটা প্রত্যাশা।’

দুর্গা পূজার উপলক্ষে ফার্মগেটের সংশ্লিষ্ট পুরো এলাকায় চলছে সাজসজ্জা ও তোরণ নির্মাণের তৎপরতা। ছবি: নিউজবাংলা

নিরাপত্তায় ১০০ সিসিটিভি ক্যামেরা ও আড়াইশ স্বেচ্ছাসেবক

ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে সমীর চন্দ বলেন, সনাতন সমাজ কল্যাণ সংঘের এই শারদীয় দুর্গোৎসবে সরকারি নিরাপত্তা বেষ্টনীর পাশাপাশি আমরা আমাদের পূজা মণ্ডপকে ১০০টি সিসিটিভি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত করব। এছাড়া আড়াই শতাধিক স্বেচ্ছাসেবক ওয়াকিটকি নিয়ে নিরাপত্তা দেবে।’

তিনি বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার উৎসবে পরিণত করার জন্য প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশা করি। সর্বোপরি আমাদের পূজা মণ্ডপের দায়িত্ব আমাদেরই নিতে হবে।’

পূজার তারিখ ও দেশে পূজা মণ্ডপের সংখ্যা

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে ২০ অক্টোবর দুর্গা পূজার আনুষ্ঠানিক সূচনা ঘটবে। আর শেষ হবে ২৪ অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে।

পঞ্জিকামতে, দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে পৃথিবীতে আসবেন। দেবী বিদায়ও নেবেন ঘোড়ায়। যার ফল হচ্ছে, এ বছর ফসল ও শস্যহানি হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর সারাদেশে ৩২ হাজার ৪০৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে। গত বছর পূজা হয়েছিল ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে। অর্থাৎ এবার ২৪০টি মণ্ডপ বেড়েছে। অন্যদিকে ঢাকা মহানগরীতে এবার ২৪৫টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন থাকছে, যা গতবার ছিল ২৪২টি।

এ বিভাগের আরো খবর