বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যারা কারও ‘বয়ফ্রেন্ড’ নন, তারা খবরটি এড়িয়ে যেতে পারেন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ অক্টোবর, ২০২৩ ১১:১০

বয়ফ্রেন্ড হওয়া কিন্তু মোটেও সহজ নয়, আপনাকে অনেক কিছু মনে রাখতে হবে। নানা বার্ষিকী, জন্মদিন, ছুটির দিন, গালফ্রেন্ড কী পছন্দ করে, কী ঘৃণা করে- এসবের বাইরে আরও কত কী।

আশ্বিন মাসের মাঝামাঝি সময় এখন, চৈত্র আসতে ঢের দেরি। তবু কেউ এমন দিনে আনমনে বলে উঠতে পারেন, ‘প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস/তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।’

প্রেম-ভালোবাসায় বোধহয় সর্বনাশের কিছু নেই, কিন্তু এই ‘বোধহয়’ নিয়েও অবশ্য আছে সংশয়। এত সংশয়, এত সংকট, এত ভেদরেখার পরও এ পৃথিবীতে ‘এক রকম’ দুটি মন এক হচ্ছে, এক হচ্ছে তাদের চাওয়া পাওয়া। প্রেমিক হয়ে উঠছে পুরুষ, প্রেমিকা রুপ নিয়ে সামনে আসছে নারী। সময়ের পরিক্রমায় সে সম্পর্কের নাম ঠিক করা হয়েছে ‘গার্লফ্রেন্ড’, ‘বয়ফ্রেন্ড’।

বিশ্বায়নের যুগে উদযাপনের যে নানা লক্ষ্য দুনিয়া ছড়িয়েছে, এসবের তালিকায় যোগ হয়েছে প্রেমিকদের জন্য রাখা একটি দিনও। গার্লফ্রেন্ড বা প্রেমিকা যাদের আছে, তারা হয়তো বুঝতে পারবেন এ দিনের মাহাত্ম্য। বাকিদের কথা হবে অন্য কোনো দিন, অন্য কোথাও।

আজ ৩ অক্টোবর ‘বিশ্ব বয়ফ্রেন্ড দিবস’। বেশ কয়েক বছর ধরেই সারাবিশ্বে উদযাপন করা হয় এ দিবস।

ডেইজ অফ দ্য ইয়ার বলছে, আপনি কি জানেন কে যথেষ্ট স্বীকৃতি পায় না? এর উত্তর হবে বয়ফ্রেন্ড। স্ত্রী দিবস আছে, গার্লফ্রেন্ড দিবস আছে, আছে মা দিবস, নারী দিবস- তবে পুরুষকে স্বীকৃতি দেয়ার দিবস যা আছে, তা খুব কমই। দিবসের উপলক্ষে হলেও তাই তাকে প্রশংসা করুন। আজকের দিনটায় তাকে স্বীকৃতি দিন।

বয়ফ্রেন্ড কতটা প্রশংসিত হতে পারেন এবং তাদের গার্লফ্রেন্ড তাকে কতটা ভালবাসে এ বিষয়টি বোঝানোর জন্য হলেও আজকের এ দিনটি উদযাপন করা দরকার।

প্রতিবেদন বলছে, ঐতিহ্যগতভাবে নারীদেরই দেয়া হয় অধিক মনোযোগ, এই যেমন ভ্যালেন্টাইনস ডে-তে অধিকাংশ ক্ষেত্রেই প্রেমিক মুগ্ধ করেন প্রেমিকাকে। তবে তাদেরকেও মুগ্ধ করার ক্ষণ বের করা দরকার প্রেমিকাদের। আজকে হতে পারে সেইদিন।

বয়ফ্রেন্ড হওয়া কিন্তু মোটেও সহজ নয়, আপনাকে অনেক কিছু মনে রাখতে হবে। নানা বার্ষিকী, জন্মদিন, ছুটির দিন, গালফ্রেন্ড কী পছন্দ করে, কী ঘৃণা করে- এসবের বাইরে আরও কত কী।

নানা সূত্র বলছে, ২০১৪ সালে প্রথম বয়ফ্রেন্ড দিবস উদযাপন করা হয়। এর পর থেকে থেকেই দিবসটি জনপ্রিয় হতে শুরু করে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই।

আপনি যদি কারও বয়ফ্রেন্ড হয়ে থাকেন, তবে আজকের দিনটি আপনার জন্য। আজ অন্তত বিশ্রাম নিন। উপভোগ করুন জীবনটাকে। ‘একটা দিনই তো’ না ভেবে, ভাবুন আপনার জন্যও আছে পুরো একটি দিবস।

সব হিসাব-নিকাশ এক পাশে রেখে কবি মহাদেব সাহার মতো আজ একবার হলেও গালফ্রেন্ডরা বয়ফ্রেন্ডকে বলতেই পারেন, ‘বলো না তোমাকে পেলে কোন মূর্খ অন্য কিছু চায়, কে আর তোমার বুকে স্থান পেলে অন্যখানে যায়!’

এ বিভাগের আরো খবর