বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাখি লালনপালন নিয়ে সোহানের ‘বার্ড’স ভ্যালি’

বার্ড’স ভ্যালির মালিক সোহান খান বলেন, “‘বার্ড’স ভ্যালি’ ব্লগিংয়ের মাধ্যমে মূলত উপকৃত হচ্ছে নতুন নতুন পাখিপালকরা। ব্লগের ভিডিও দেখে কীভাবে পাখির যত্ন করতে হয়, লালন পালন করতে হয়, কীভাবে পাখির প্রজনন করাতে হয়, কীভাবে অসুস্থ পাখির প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা করতে হয় ইত্যাদি শিখতে পারেন।”

টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা গ্রামের প্রয়াত মাহবুবুর রহমান খানের ছোট ছেলে সোহান খান। শখের বসে ১৭ বছর আগে তিনি পাখি পালন শুরু করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লগিংও শুরু করেছেন। এর মধ্য দিয়ে পাখির লালনপালন নিয়ে বিভিন্ন তথ্য দিচ্ছেন এ যুবক। তার কনটেন্ট দেখে অনেকে পাখি পালনে উৎসাহ পাচ্ছে বলে মনে করেন তিনি।

সোহান ফেসবুকে পেজ খুলেছেন তার খামার ‘বার্ড’স ভ্যালি’র নামে। সেই পেজ থেকে ব্লগিংয়ের মাধ্যমে মানুষকে পাখি পালনের অনুপ্রেরণা দিচ্ছেন।

বার্ড’স ভ্যালির মালিক সোহান খান জানান, ২০০৬ সালে শখের বসে বাবার হাত ধরে পাখি পালন শুরু করেন তিনি। তারপর ধীরে ধীরে ২০১৮ সালে বার্ড’স ভ্যালি নামের খামার করে বড় পরিসরে পাখি পালন শুরু করা হয়। তার এই দীর্ঘ ১৪ বছরের অভিজ্ঞতা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া এবং পাখি পালনে উদ্বুদ্ধ করার জন্য ২০২০ সাল থেকে তিনি ব্লগিং শুরু করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

তিনি জানান, বর্তমানে তার বার্ডস ভ্যালি খামারে ১০০ জোড়ার ওপর পাখি রয়েছে। এর মধ্যে ককাটেল, কনুর, লরি, লাভ বার্ড, গ্রিন ফিঞ্চ, ইয়েলো ফিঞ্চ, ব্লু ফিঞ্চ, ভায়োলেট ফিঞ্চ, হোয়াইট ফিঞ্চ উল্লেখযোগ্য।

তিনি আরও জানান, ১৭ বছর ধরে পাখি লালন-পালন করে আসছেন তিনি। ২০১৮ সাল থেকে পাখি পালন শুরু করেন বাণিজ্যিকভাবে। প্রায় ১০ লাখ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে তার আয় ৪০ থেকে ৫০ হাজার টাকা। এ ছাড়াও প্রতিদিন তিনি পাখির লালন-পালনের ভিডিও ব্লগিংয়ের মাধ্যমে সবার সামনে তুলে ধরেন, যা দেখে পাখি পালনে অনুপ্রাণিত হচ্ছেন হাজার হাজার মানুষ।

বার্ড’স ভ্যালির মালিক সোহান খান বলেন, “‘বার্ড’স ভ্যালি’ ব্লগিংয়ের মাধ্যমে মূলত উপকৃত হচ্ছে নতুন নতুন পাখিপালকরা। ব্লগের ভিডিও দেখে কীভাবে পাখির যত্ন করতে হয়, লালন পালন করতে হয়, কীভাবে পাখির প্রজনন করাতে হয়, কীভাবে অসুস্থ পাখির প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা করতে হয় ইত্যাদি শিখতে পারেন।”

তিনি আরও বলেন, “‘বার্ড’স ভ্যালি’র ভিডিও ব্লগিং দেখে অনুপ্রাণিত হয়ে অনেক নতুন পাখিপালক তৈরি হচ্ছে। ইদানীং পাখিপ্রেমী মানুষদের কাছে ‘বার্ডস ভ্যালি’ একটি সুপরিচিত নাম হয়েছে। খুবই ভালো লাগছে আমার পরিচিতি পেয়ে।”

টাঙ্গাইলে সোহান খানের পাখি খামারের কয়েকটি পাখি। কোলাজ: নিউজবাংলা

সোহানের বড় বোন শিমু খান বলেন, ‘২০১৮ সালে এইচএসসি পরীক্ষার পর বেকার বসে ছিল সোহান। তখন পড়ালেখার পাশাপাশি বাণিজ্যিকভাবে নিজেদের বাসায় একটি পাখির খামার করে দিই। প্রাথমিক অবস্থায় কিছু পাখি কিনে দেয়া হয়। তারপর ধীরে ধীরে সেটাকে বড় করে আজকে ওর অবস্থান ভালো। দেখে ভালো লাগে আজকে সে সফল এবং ব্লগিংয়ের মাধ্যমে মানুষকে পাখি পালনে উদ্বুদ্ধ করছে।’

এ বিষয়ে সোহানের মা বলেন পারভীন সুলতানা বলেন, ‘ওর বাবার হাত ধরে শখের বসে পাখি পালা শুরু ওর। তারপর সেখান থেকে ২০১৮ সালে বাণিজ্যিকভাবে শুরু করে। ওর বড় বোন টাকা দেয়। আর আমি সেই টাকা দিয়ে বাড়ির সামনে দুই শতাংশ জায়গার ওপর একটি খামার তৈরি করে দিই।

‘এখন অনেক পাখি রয়েছে। ওর একটা পেজও আছে। সেখানে পাখিদের নিয়ে ব্লগিং করে। সেই ব্লগ দেখে অনেকেই পাখি পালনে উদ্বুদ্ধ হচ্ছে। আমি আশা করি বেকার যারা রয়েছে তারা পাখি পালন করে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে।’

এ বিভাগের আরো খবর