বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আশুরায় চট্টগ্রামে তাজিয়া মিছিল, মাতম

  • প্রতিবেদক, চট্টগ্রাম   
  • ২৯ জুলাই, ২০২৩ ১৮:০০

মিছিলের আগে সকাল ১০টায় সদরঘাট হোসাইনিয়া ইমামবারগাহে শিয়া সম্প্রদায়ের কয়েক শ’ মানুষের অংশগ্রহণে মাসায়েব মজলিস অনুষ্ঠিত হয়। এ সময় ইয়াজিদী বাহিনীর হাতে ইমাম হোসাইন (রা.) ও তার সঙ্গীদের নির্মম হত্যাকাণ্ডের মর্মস্পর্শী বর্ণনা তুলে ধরেন পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন।

পবিত্র আশুরা উপলক্ষে কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে চট্টগ্রামে শোক মিছিল করেছে শিয়া মুসলিম সম্প্রদায়।

শনিবার সদরঘাট থেকে হুজ্জাতুল ইসলাম মাওলানা আমজাদ হোসেনের নেতৃত্বে এই শোক মিছিল বের হয়। মিছিলটি নগরের নিউমার্কেট, জিপিও, কোতোয়ালি মোড় ঘুরে পুনরায় সদরঘাট ইমামবাড়িতে ফিরে আসে।

মিছিলটি নিউমার্কেট পৌঁছলে সেখানে পথচারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন মাওলানা আমজাদ হোসাইন। মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান তিনি।

মাওলানা আমজাদ হোসাইন বলেন, ‘ইমাম হোসেনের ত্যাগ থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি তবে মুসলমানদের ঐক্যের ধারা বাধাগ্রস্ত হবে। আর তা থেকে অন্য পক্ষ বিভেদ সৃষ্টির সুযোগ নেবে।’

শনিবার চট্টগ্রাম নগরীর সদরঘাট থেকে বের হওয়া শোক মিছিলে শিয়া মুসলিম সম্প্রদায়ের মাতম। ছবি: নিউজবাংলা

এর আগে সকাল ১০টায় সদরঘাট হোসাইনিয়া ইমামবারগাহে শিয়া সম্প্রদায়ের কয়েক শ’ মানুষের অংশগ্রহণে মাসায়েব মজলিস অনুষ্ঠিত হয়। এ সময় ইয়াজিদী বাহিনীর হাতে ইমাম হোসাইন (রা.) ও তার সঙ্গীদের নির্মম হত্যাকাণ্ডের মর্মস্পর্শী বর্ণনা তুলে ধরেন পেশ ইমাম মাওলানা আমজাদ হোসেন।

মজলিসে শত শত নারী-পুরুষের কান্নায় ভারী হয়ে ওঠে সদরঘাট ইমামবারগাহের বাতাস। স্মরণ করা হয় কারবালায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। আবেগাতাড়িত হয়ে ‘হোসাইন ইয়া হোসাইন’ বলে বুক চাপড়ে মাতম করতে থাকেন তারা। মাঝে মাঝে ‘নারায়ে হায়দারি’ হাঁকে প্রকম্পিত হতে থাকে চারপাশ। পেশ ইমামের বক্তব্য শেষে হাত তুলে ‘লাব্বাইক ইয়া হোসাইন’ বলে স্লোগান দিতে থাকেন সবাই।

এরপর মার্সিয়া (শোক-সংগীত) পড়তে পড়তে মিছিল নিয়ে খালি পায়ে শত শত নারী-পুরুষ ও শিশু-কিশোর রাস্তায় নামেন। মিছিলে অংশগ্রহণকারীরা তাজিয়া, প্রতীকী কফিন, পতাকা হাতে স্লোগান ও মাতমের মাধ্যমে শোহাদায়ে কারবালার নানা ঘটনা তুলে ধরেন।

প্রতিবছর ১০ মহরম আশুরার দিনে কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণে নগরীর বিভিন্ন স্থানে এই মিছিলের আয়োজন করে শিয়া সম্প্রদায়। সদরঘাট ইমামবাড়িতে পালন করা হয় নানা আচার-অনুষ্ঠান।

এদিন পবিত্র আশুরা উপলক্ষে নগরীর ঝাউতলা, শেরশাহ ও হালিশহর এলাকা থেকেও শোক মিছিল বের হয়েছে। এসব মিছিলে শোহাদায়ে কারবালা স্মরণে নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

এ বিভাগের আরো খবর