বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকায় ‘লিডারশিপ উইথ সোল’-এর মোড়ক উন্মোচন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৮ মে, ২০২৩ ১৬:৩৬

বাস্তব অভিজ্ঞতার আলোকে এবং প্রাণবন্ত গল্প বলার মধ্য দিয়ে লেখক আন্দ্রে লাক্রইরেক্স তার বইটিতে সফল নেতৃত্বের ১০টি মূল নীতি তুলে ধরেছেন। তিনি সব সময় কর্মীদের বিশ্বাস ও ক্ষমতায়নকে শক্তিশালী করার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান।

সততা, স্বচ্ছতা, সহানুভূতিশীল ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি কর্মক্ষেত্রে সাফল্যের অন্যতম চাবিকাঠি। এই গুণাবলী গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, শেয়ারহোল্ডারসহ সামগ্রিকভাবে কর্মক্ষেত্রের টেকসই উন্নয়ন ও সঠিক মূল্যায়নে কাজ করে।

প্রচলিত নেতৃত্বের চিন্তাকে চ্যালেঞ্জ করে লেখা ‘লিডারশিপ উইথ সোল’-এ ইন্টারটেক গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দ্রে লাক্রইরেক্স এসব তথ্য তুলে ধরেছেন।

আর্নস্ট অ্যান্ড ইয়াং, পেপসিকো, বার্গার কিং, ইউরো ডিজনি, ইঞ্চকেপ, রেকিট বেনকিজার ও ইন্টারটেকের মতো বিশ্ব-নেতৃস্থানীয় সংস্থার সঙ্গে তিন দশকেরও বেশি সময় ধরে চলা অভিজ্ঞতার আলোকে লিডারশিপ উইথ সোল বইটিতে ব্যবসায়িক সাফল্যের জন্য একটি মডেল প্রকাশ করেছেন আন্দ্রে।

সম্প্রতি ঢাকার একটি হোটেলে আন্দ্রের লেখা প্রথম এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বাস্তব অভিজ্ঞতার আলোকে এবং প্রাণবন্ত গল্প বলার মধ্য দিয়ে আন্দ্রে তার বইটিতে সফল নেতৃত্বের ১০টি মূল নীতি তুলে ধরেছেন। তিনি সব সময় কর্মীদের বিশ্বাস ও ক্ষমতায়নকে শক্তিশালী করার জন্য নেতাদের প্রতি আহ্বান জানান।

https://www.leadershipwithsoul.com/ ঠিকানায় ভিজিট করে বইটি সম্পর্কে বিষদ জানার সুযোগ রয়েছে।

এ বিভাগের আরো খবর